করোনা ভাইরাসের জন্য কারা সবচেয়ে ঝুঁকিতে আছেন ?

যাদের ফুসফুস, হৃদরোগ ও ডায়াবেটিস এর মত মারাত্মক রোগ আছে এবং যে সব রোগ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে

প্রভাবিত করে এবং যাদের বয়স ৬০ বছরের বেশি এবং শিশু কিশোর সবচেয়ে বেশি কোভিডের ঝুঁকিতে আছে ।

আপনি যদি ঝুঁকিতে থাকেন তবে কী করতে হবে অর্থাৎ বাসার বাইরে না বের হওয়া একান্ত প্রয়োজনে চলাফেরার সময় মাস্ক,

হাত জীবাণুমুক্ত না করে চোখ এবং মুখে হাত না দেয়া এবং নিদিষ্ট দূরত্ব রেখে চলাফেরা করুন এবং নিজেকে রক্ষা করতে

এখনই সঠিক পদক্ষেপ নিন।

আপনি যদি উচ্চ ঝুঁকিতে না পড়েন তবে এমন মনে করার কারন নাই আপনি সংক্রমিত হবেন না তাই করোন ভাইরাস এর

সংক্রমণ রোধের সব শিষ্টাচার মেনে চলার চেষ্টা করুন, মনে রাখবেন নিজে ভালো থাকলে পরিবারের সবাই ভালো থাকবেন ।

baby , older adults , who are heart problem, diabetic are at risk badly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *