শিশুর চর্মসক্রান্ত জটিলতা এবং সঠিক পরিচর্যা ।

প্রশ্নঃ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ডেটল বা স্যাভলন, লাইফবয় এইসব সাবানের ব্যবহার হচ্ছে প্রতিদিন।

এটা কি আসলেই ভাইরাসের বিস্তার ঠেকাতে পারে?একজন লাইভে এসে করোনায় সংক্রমিত হয়ে এটা চিকিৎসা হিসেবে ব্যবহার

করে উপকৃত হয়েছেন বলে জানাচ্ছেন এবং এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এ সম্পর্কে কিছু বলবেন? উত্তর গতকাল আমাদের

কাছে একজন পিতা তার ১১ মাস বয়সী শিশুর চর্মসক্রান্ত জটিলতা নিয়ে সেবা নেয়ার জন্য যোগাযোগ করেছেন. উপরের ছবিটি

লক্ষ্য করলে দেখতে পাবেনশিশটির মুখে ফুস্কুড়ির মত বেশ কিছু দানা, যা বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, এটা একধরনের

একজিমা বা প্রদাহ যা রাসায়নিক পদার্থের সংস্পর্শে হয়ে থাকে। রোগীর হিস্ট্রি থেকে জানা গেল তারা নিয়মিত শিশুটি কে ডেটল

দিয়ে গোসল করাচ্ছিল। এই জন্য ত্বকে এমন প্রদাহ হয়েছে যা কিনা শিশুটির ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়ে আরো

জীবানু সংক্রমণ এর আশংকা বাড়িয়ে দিয়েছে। তার – চেয়ে ও অযৌক্তিক হচ্ছে কোভিড ১৯ রোগটি একটি ভাইরাস দ্বারা

সংক্রমিত হয়। আর এসব জীবানু নাশক গুলো মুলত ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিহত করে থাকে। এ ব্যাপারে অভিজ্ঞ চর্ম

বিশেষজ্ঞ এর পরামর্শ হচ্ছে ছোট বা বড় কারোরই গোসলের পানিতে সব সময় ডেটল, স্যাভলন, সেনিটাইজার বা

অ্যান্টিসেপটিক দ্রবণ ব্যবহার করা উচিত নয়। অ্যান্টিসেপটিক দ্রবণ বা সাবান ত্বকের উপকারী ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে।

ফলে ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হয় ও ক্ষতিকর জীবাণুর সংক্রমণের আশঙ্কা বাড়ে।

এ ক্ষেত্রে এটা কোভিড ১৯ এর সংক্রমণ আশংকা আরও বাড়াবে।

তা ছাড়া এগুলো বেশ কড়া রাসায়নিক ও ত্বকের জন্য ক্ষতিকর। আপনি অবশ্যই এগুলো ব্যবহার করতে পারেন তবে তা

যথাযথ পরিমাণে কাপড় – চোপড় ধোয়া ও ঘর ও আসবাবপত্র জীবানুমুক্ত রাখতে।

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ,

ডক্টরিংস হেলথ কেয়ার সেন্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *